সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 23, 2025 9:55 pm

জাতীয় সংসদ ভবন পরিচ্ছন্ন করল শিক্ষার্থীরা

আন্দোলনের তীব্র স্রোতে ভেসে সাধারণ মানুষ ঢুকে পড়ে গণভবন এবং সংসদভবনে। এমন পরিস্থিতিতে সেখানে ব্যাপক লুটপাট হয়। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় বিপুল মানুষের সমাগমের কারণে সেখানে প্রচুর আবর্জনা জমে যায়। যা নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনা হয়।

তবে অস্থির সময়ে এসবের মধ্যে নতুন কিছু বার্তা দিয়েছে তরুণরা। আজ মঙ্গলবার শিক্ষার্থীদের একটি দল সংসদ ভবনে পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়েছে। ভবনের প্রতিটি জায়গা থেকেই আবর্জনা কুড়িয়েছে তারা। তাদের এই কার্যক্রমে সামাজিকমাধ্যমে বাহবা দিচ্ছেন নেটিজেনদের অনেকে।