সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

এফডিসিতে নির্বাচনি আমেজ

দেশীয় চলচ্চিত্রের সমিতিগুলো সবসময় নির্বাচন নিয়েই মেতে থাকেন। আগামী ২৮ ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। এবার দুটি প্যানেলের মাধ্যমে নির্মাতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একটি প্যানেল গঠিত হয়েছে বর্তমান মহাসচিব শাহীন সুমন ও শাহীন কবির টুটুলের নেতৃত্বে। আরেকটি প্যানেল গঠিত হয়েছে সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দিন সাফির নেতৃত্বে। নির্বাচনকে ঘিরে প্রতিদিনই এফডিসিতে আসছেন নির্মাতারা। মেতে উঠছেন আনন্দ-আড্ডায়।

 

আরও - জাতীয় সংবাদ