
-
Facebook
-
Twitter
-
Linkedin
ইসরায়েলি হামলায় গাজায় ৩৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ জন নিহত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় শনিবার ভোর থেকে সারা দিনের ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে, গাজা শহরের তুফায় ৯ জন, বেইত লাহিয়ায় ছয়জন, জেইতুন পাড়ায় দুজন, নেটজারিম করিডোরের কাছে আল-মোঘরাকায় দুজন, খান ইউনিসে দুজন ও দেইর এল-বালাহতে একজন। এর মধ্যে পাঁচজনই শিশু।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় লেবাননে সাতজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এই হামলার কারণে চার মাস আগে হিজবুল্লাহর সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন হতে পারে। মূলত চার মাস আগে যুদ্ধবিরতির পর লেবাননের ওপর এটিই ইসরায়েল সবচেয়ে ভয়াবহ হামলা।
এদিকে ইয়েমেনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে। লোহিত সাগরের আল সালিফ বন্দর ও হোদেইদা বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, টায়ার এবং তুলিনে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। কারণ ইসরায়েলি শহর মেটুলা লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে সেই হামলার দায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্বীকার করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৯ হাজার ৭৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।
সময়ের আলো ডেস্ক/২৩ মার্চ ২০২৫