
-
Facebook
-
Twitter
-
Linkedin
ট্রেন আসতেই রেললাইনে মোটরসাইকেল, নিহত ২
রাজশাহী পুঠিয়ার বেলপুকুর রেলগেটে বাংলাবান্ধা ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা পাঁচ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, নাটোর সদর থানার চাঁদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর (৩৩) এবং একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর বেলপুকুর রেলগেটে ট্রেন আসার সংকেত পেয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে রাস্তার রেল ক্রসিং গেট বন্ধ করে দেওয়া হয়। পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিংয়ে ওঠার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল নিয়ে ওই দুই ব্যক্তিও রেল ক্রসিংয়ে উঠে যান। এ সময় বিকট শব্দে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ তারা ছিটকে যান। অন্তত আধা কিলোমিটার দূরে তাদের মৃতদেহ পাওয়া যায়।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সন্ধ্যা ছয়টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/২৬ মার্চ, ২০২৫