
-
Facebook
-
Twitter
-
Linkedin
নেপালে আরও ৩১৫ টন আলু রপ্তানি
দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে নেপালে নিয়মিত রপ্তানি হচ্ছে বাংলাদেশি আলু। ঈদের ছুটির পর দ্বিতীয় পর্যায়ে আরও ৩১৫ মেট্রিক টন আলু গেছে নেপালে। এ নিয়ে এ বন্দরটি দিয়ে কয়েক দফায় হিমালয়ের দেশটিতে গেল মোট ৩ হাজার ১৫০ মেট্রিক টন আলু।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।
স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস এগ্রো নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। রপ্তানিকারক চারটি প্রতিষ্ঠান রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়। এর আগে গত ৬ ও ৭ এপ্রিল ২৫০ মেট্রিক টন করে মোট ৫০০ মেট্রিক টন আলু নেপালে যায়।
চলতি বছরের জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে। রপ্তানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।
সময়ের আলো ডেস্ক/৯ এপ্রিল, ২০২৫
আরও - জাতীয় সংবাদ
আরও - আন্তর্জাতিক সংবাদ
দারুণ এক Facebook Twitter Linkedin প্রতি ছক্কায় প্রতি উইকেটে ফিলিস্তিনের জন্য এক লাখ রুপি দারুণ এক উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস। পিএসএলের দশম আসরে প্রতি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৩ হাজার টাকা) করে দান করবে মুলতান। শনিবার (১২ এপ্রিল) মুলতানের প্রথম ম্যাচেই […]