
-
Facebook
-
Twitter
-
Linkedin
মিয়ানমারে আবারও ভূমিকম্পের আঘাত
সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের উদ্ধার তৎপরতার মধ্যেই আবারও ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে গৃহযুদ্ধের মধ্যে থাকা দেশটি।
ভারতের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎপত্তিস্থল। প্রথম ধাক্কার পরে একাধিক আফটার শক হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এনসিএসের বার্তায়।
ওই প্রতিবেদনে জানানো হয়, দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার। তবে, এখনো ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে, গত ২৮ মার্চের ভূমিকম্প শেষ এক শতাব্দির মধ্যে মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।
মিয়ানমারের বিভিন্ন গ্রাম-শহরের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৩ হাজার ৬০০ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে চীনের সিনহুয়া নিউজের তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫ হাজার ১৭ জন আহত হয়েছেন এবং এখনও আরও ১৬০ জন নিখোঁজ রয়েছেন।
সময়ের আলো ডেস্ক/১১ এপ্রিল, ২০২৫
আরও - আন্তর্জাতিক সংবাদ
দারুণ এক Facebook Twitter Linkedin প্রতি ছক্কায় প্রতি উইকেটে ফিলিস্তিনের জন্য এক লাখ রুপি দারুণ এক উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস। পিএসএলের দশম আসরে প্রতি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৩ হাজার টাকা) করে দান করবে মুলতান। শনিবার (১২ এপ্রিল) মুলতানের প্রথম ম্যাচেই […]