সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

সবজি বাজার থেকে নয় মাসে ৪০ লাখ টাকা চাঁদা আদায়

গত ৯ মাসে অবৈধভাবে আনুমানিক ৪০ লাখ টাকা চাঁদা আদায় করে আসছিল একটি দল। নাটোরের গুরুদাসপুর উপজেলায় সিধুরি সবজি বাজারে চাঁদা আদায়ের এ ঘটনা ঘটেছে। এ অপরাধে আটজনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার সিধুরি বাজার থেকে তাদের আটক করা হয়।

নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুরি সবজি বাজারে সরকারিভাবে অনুমোদন না নিয়ে ইজারার রশিদ বানিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন প্রায় ১২-১৫ হাজার টাকা ইজারা আদায় করা হচ্ছি। তারা মসজিদের সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রমের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। গত ৯ মাসে আনুমানিক ৪০ লাখ টাকা অবৈধভাবে আদায় করা হয়। পরে আজ মঙ্গলবার সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত আটজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইজারা রশিদ ও রেজিস্টার জব্দ করা হয়।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সময়ের আলো ডেস্ক/১৫ এপ্রিল, ২০২৫

আরও - জেলা সংবাদ