সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

এক গরুর দাম ৪০ কোটি টাকা

ব্রাজিলের মিনাস গেরাইস অঞ্চলে ৪০ কোটি টাকা দিয়ে ​​বিক্রি হয়েছে একটি গরু। বিশ্বে দামি গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান করে নিয়েছে ৫৩ মাসের ভারতীয় বংশোদ্ভূত গরুটি। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এর প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের সব থেকে দামি গরু ‘ভিয়াটিনা-১৯’। ব্রাজিলের একটি নিলামে এর দাম উঠেছে ৪.৮ মিলিয়ন ডলার। ব্যতিক্রমী বৃদ্ধি এবং শারিরীক গঠনের জন্য ভারতীয় বংশোদ্ভূত ওই গরুটিকে সেরা হিসেবে বিবেচনা করা হয়। ভারতীয় নেলোর জাতের এ গরুটির ওজন ১ হাজার ১০০ গ্রাম।

বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি টেক্সাসের ফোর্ট ওর্থে ‘চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ‘ভিয়াটিনা-১৯’ মিস সাউথ আমেরিকা জিতেছে। এটি একটি মিস ইউনিভার্স-ধাঁচের গরু প্রতিযোগিতা যেখানে বিভিন্ন দেশের ষাঁড় এবং গরু একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করে। ‘ভিয়াটিনা-১৯’ এই প্রতিযোগিতার তার পেশির ব্যতিক্রমী গঠন এবং বিরল জেনেটিক বংশ হওয়ায় জয়ী হয়েছেন।

এছাড়া নেলোর জাতের গরু গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুপরিচিত। এই কারণেই বিশ্বব্যাপী প্রজনন কর্মসূচিতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ভিয়াটিনা-১৯।

পশুচিকিৎসক লোরানি ম্যাট্রিন্স বলেন, ভিয়াটিনা-১৯ নিজেই নিজের জাতের মধ্যে অনন্য।

জানা গিয়েছে, ব্রাজিলে বিশ্বের সবচেয়ে বেশি নেলোর প্রজাতির গরু রয়েছে। এটি ওঙ্গোল নামেও পরিচিত যা ভারত থেকে ১৮০০ সালে ব্রাজিলে আনা হয়েছিল। এই পেশীবহুল জাতটির জন্ম হয়েছিল ভারতের অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়।


সময়ের আলো অনলাইন/১৮ ফেব্রুয়ারি, ২০২৫

আরও - ভিন্ন খবর