সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

ইংল্যান্ডের নতুন ইতিহাস, রেকর্ডবুকে শীর্ষে জো রুট

জো রুট ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার, তা নিয়ে কোনো বিতর্ক নেই। তবে লাল বলের ক্রিকেটে তার শ্রেষ্ঠত্ব আরও বেশি স্বীকৃত। টেস্ট ক্রিকেটে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে তুলনা চলে কেবল শচীন টেন্ডুলকার কিংবা কুমার সাঙ্গাকারার সঙ্গে।

ওয়ানডে ক্রিকেটে অবশ্য রুট নিজেকে খানিকটা গুটিয়ে রেখেছিলেন। যদিও ২০১৯ সালে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এরপরও ৫০ ওভারের ফরম্যাটে তাকে খুব বেশি ব্যস্ত দেখা যায়নি। তবে তাতে তার রেকর্ডের বিশালতা কমে যায়নি।

রুটের ব্যাটে রেকর্ডের ছোঁয়া
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর প্রথম ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন জো রুট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৮ বলে ৬৮ রান করে ইংলিশ ক্রিকেটের ইতিহাসে নতুন দুইটি রেকর্ড গড়েছেন। তার ব্যাটে ভর করেই বেন ডাকেটের সঙ্গে ১৫৮ রানের জুটি গড়েছে ইংল্যান্ড, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্যতম বড় জুটি।

অ্যাডাম জাম্পার বলে আম্পায়ার্স কলে আউট হওয়ার আগে রুট নিজের নাম লিখিয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক হিসেবে।

ইংল্যান্ডের ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক এখন রুট
ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে আগে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি রান এখন জো রুটের। তার রান সংখ্যা ৩,৭১৯, যা এসেছে ৮৭ ইনিংসে ৪৪.৮০ গড়ে। এই রেকর্ডের ফলে তিনি ছাড়িয়ে গেছেন এউইন মরগানের ৩,৬৭১ রান।

ম্যাচ শুরুর সময় মরগানের চেয়ে ২০ রান পিছিয়ে ছিলেন রুট, কিন্তু ইনিংস শেষে তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত গড়ে রুট চতুর্থ সেরা
এদিনের ৬৮ রানের ইনিংসের সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যাটিং গড়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন রুট। তার গড় এখন ৫৫.৪৪, যা ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ।

এই তালিকায় রুটের ওপরে রয়েছেন মাত্র চারজন ব্যাটার:

বিরাট কোহলি – ৭৮.৭১
শিখর ধাওয়ান – ৭৭.৮৮
সৌরভ গাঙ্গুলি – ৭৩.৮৮
ড্যামিয়েন মার্টিন – ৬১.৫০
এই রেকর্ডের ফলে ইংল্যান্ডের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন রুট।

বিডি প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি

আরও - খেলাধুলা সংবাদ