
-
Facebook
-
Twitter
-
Linkedin
দু’দিন ধরে পুড়ছে সুন্দরবন
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দু’দিন ধরে পুড়ছে বনাঞ্চল। বনের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দাউদাউ করে জ্বলছে আগুন। পুড়ছে গাছপালা, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য।
রোববার (২৩ মার্চ) ভোর থেকে দ্বিতীয় দিনের মতো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনবিভাগ। যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে, খাল থেকে ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎস পেতে বেগ পেতে হচ্ছে।
এর আগে, গতকাল শনিবার সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। ওইদিন বিকেলে বন বিভাগের পক্ষ থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় বনকর্মকর্তা মো. নূরুল করিম।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, আশেপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেয়া হচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, জায়গাটা বেশ দুর্গম। ধারেকাছে পানির উৎস নেই। আগুন লাগার স্থান থেকে বেশ খানিকটা দূরে পানি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে। বনকর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার লাইনের কাজ প্রায় সম্পন্ন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুনে পুড়েছিল প্রায় ৮ একর বনভূমি।
যাযাদি/২৩ মার্চ ২০২৫