
-
Facebook
-
Twitter
-
Linkedin
ফুটবল স্টেডিয়ামের মাটি খুঁড়তেই বেরিয়ে এল ১২৯ কঙ্কাল!
ভিয়েনারএকটি ফুটবল স্টেডিয়াম সংস্কারের সময় উদ্ধার হল একটি গণকবর। জানা গিয়েছেন গণকবরটি রোমান সাম্রাজ্যের সময়ের। এই সমাধিস্থলে কমপক্ষে ১২৯টি কঙ্কাল পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এই কঙ্কালগুলি প্রায় ২,০০০ বছর আগে জার্মান জনজাতির সঙ্গে যুদ্ধে নিহত রোমান সৈনিকদের কবর।
দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুসারে, গত বছরের অক্টোবরে ভিয়েনার সিমারিংয়ের একটি খেলার মাঠে সংস্কারের কাজ চলাকালীন গণকবর উদ্ধার করেন শ্রমিকরা। নির্মাণ সংস্থাটি প্রচুর পরিমাণে নরকঙ্কাল আবিষ্কারের পর গোটা বিষয়টি ভিয়েনা মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক বিভাগকে জানায়। পরবর্তী খনন এবং বিশ্লেষণ থেকে জানা যায় যে সমাধিটি প্রথম শতাব্দীর রোমান সাম্রাজ্যের সময়কালের। তখন ভিয়েনা ভিন্দোবোনা নামক একটি প্রধান সামরিক দুর্গের আবাসস্থল ছিল।
প্রত্নতাত্ত্বিক খননকার্যে নেতৃত্ব দিয়েছিলেন মাইকেলা বাইন্ডার। তিনি বলেন, রোমান যুদ্ধের ঘটনাবলীর দিক থেকে সেইভাবে যোদ্ধাদের কোনও নিদর্শন পাওয়া যায়নি। জার্মানিতে বিশাল যুদ্ধক্ষেত্র রয়েছে যেখানে অস্ত্র পাওয়া গিয়েছে। কিন্তু মৃতদেহ খুঁজে পাওয়া সমগ্র রোমান ইতিহাসের জন্য একটি অনন্য ঘটনা।
ভিয়েনা শহর প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ক্রিস্টিনা অ্যাডলার-ওলফল এই আবিষ্কারকে জীবনে পাওয়া একম অদ্বিতীয়তম সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সেই সময়ে রোমান সাম্রাজ্যের ইউরোপীয় অংশে মৃতদেহ পুড়িয়ে দেয়াই ছিল খুব চলনশীল ব্যাপার। তাই এই ধরনের সমাধিস্থল পাওয়া অত্যন্ত বিরল। কবরে পাওয়া কঙ্কালগুলিতে যুদ্ধের সময় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, মাথা, ধড় ইত্যাদিতে গভীর ক্ষত ছিল। এর থেকেই বোঝা যায় যে এই সৈনিকেরা একটি বড় যুদ্ধে নিহত হয়েছিল। কোনও গণহত্যা বা শাস্তির শিকার হননি। নিহতরা সকলেই পুরুষ ছিলেন। বেশিরভাগেরই বয়স ২০ থেকে ৩০ বছর। তাদের দাঁত খুব ভাল ছিল।
প্রত্নতাত্ত্বিকরা সমাধিস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্রও উদ্ধার করেছেন, যার মধ্যে রয়েছে একটি ছুরি, বর্মের টুকরো এবং রোমান সামরিক জুতোর হিল। একটি কঙ্কালের নিতম্বের হাড়ে আটকে থাকা একটি লোহার বর্শাও পাওয়া গেছে, যা সেই সময়ের যুদ্ধের নিষ্ঠুরতাকে তুলে ধরে। কার্বন-১৪ বিশ্লেষণ করে বোঝা গিয়েছে হাড়গুলি ৮০ থেকে ১৩০ খ্রিস্টাব্দের মধ্যেকার সময়ে।
এখন পর্যন্ত শুধুমাত্র একজনের মৃতদেহ রোমান সৈনিকের বলে নিশ্চিত হওয়া গিয়েছে। প্রত্নতাত্ত্বিকদের দল ডিএনএ এবং স্ট্রন্টিয়াম আইসোটোপ বিশ্লেষণের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করছে যে বাকি যোদ্ধারা কোন পক্ষের ছিল।
ইনকিলাব ডেস্ক/০৬ এপ্রিল ২০২৫
আরও - আন্তর্জাতিক সংবাদ
আরও - খেলাধুলা সংবাদ
ক্রিকেট বিশ্বে হাস্যরস: পাকিস্তানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বাজল ভারতের জাতীয় সংগীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি