সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

এবার আনন্দ শোভাযাত্রায় অংশ নেবে ২৮ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

১৪৩২ বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

এছাড়া পাহাড় ও সমতলের ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় অংশ নেবে।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে শোভাযাত্রার উপ-কমিটির সদস্যসচিব ও চারুকলা অনুষদের অধ্যাপক এ এ এম কাওসার হাসান জানান, ম্রো, মারমা, লুসাই, বম, খেয়াং, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, সাঁওতাল, ওঁরাও, মনিপুরীসহ পাহাড় ও সমতলের ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবারের শোভাযাত্রায় অংশ নেবে।

সময়ের আলো ডেস্ক/১১ এপ্রিল, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - লাইফ স্টাইল সংবাদ