
-
Facebook
-
Twitter
-
Linkedin
বিসিবিতে দুদকের হানা, দেখা হচ্ছে পুরনো নথিপত্র
নানা কারণে বাংলাদেশ ক্রিকেট আগে থেকেই প্রশ্নবিদ্ধ। সর্বনিম্ন স্তর থেকে প্রথম বিভাগ, এমনকি বিপিএল নিয়েও আছে বিতর্ক। যা নিয়ে সাধারণত কাজ করে থাকে আকসু। তবে এবার বিসিবিতে পা রেখেছে দুদক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজ (মঙ্গলবার) অনুসন্ধান চালাতে পা রেখেছে দুর্নীতি দমন কমিশনের একটি ইউনিট। বেলা ১১টার দিকে বিসিবি অফিসে আসে দুই সদস্যের তদন্ত দল।
মূলত বিপিএলে কিভাবে টিকিট কালোবাজারি হয়েছে ও অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে সেগুলো খতিয়ে দেখছেন তারা। কথা বলেছেন বিসিবি কর্মকর্তা ও সিইও’র সাথে। এরপর বিপিএলের অনিয়মের নথিপত্রগুলো বিশ্লেষণ করে দেখবেন।
এসব অনিয়ম আর দুর্নীতির সাথে কারা জড়িত আছে এবং তাতে কারা লাভবান হয়েছেন তা খতিয়ে দেখবেন দুদকের তদন্ত কর্মকর্তারা। এমনটাই জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
উল্লেখ্য, এর আগে সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে তদন্তে নেমেছিল দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং ক্রিকেট বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ-সম্পদ অর্জনের অভিযোগ ছিল পাপনের বিরুদ্ধে।
নয়া দিগন্ত অনলাইন/১৫ এপ্রিল ২০২৫