সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

দেশের সবচেয়ে উঁচু পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন

পঞ্চগড়ের বাংলাবান্ধায় দেশের একমাত্র চতুর্দেশীয় (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান) স্থলবন্দরের শূন্য রেখায় বাংলাদেশের সবচেয়ে উঁচু ১৪০ ফিট পতাকা স্ট্যান্ডের ভিত্তি প্রস্তর ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া উপজেলা বাংলাবান্ধা ইউনিয়নের শূন্য রেখায় এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলী।

জানা যায়, ভারতীয় ফুলবাড়ী স্থলবন্দরের কাছাকাছি এলাকায় অনেক উঁচু একটি পতাকা স্ট্যান্ড রয়েছে। যা বাংলাদেশ থেকে পরিষ্কারভাবে বুঝা যায়। সেখানে ২৪ ঘণ্টা তাদের পতাকা উড়তে দেখা যায়। এমন পতাকা স্ট্যান্ড দেখে অনুপ্রাণিত হয় অত্র উপজেলা ও জেলার তরুণরা। পরে জেলা প্রশাকের কাছে এমন একটি পতাকা স্ট্যান্ডের জন্য দাবি তোলে তারা।

তরুণদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে পতাকা স্ট্যান্ডের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক সাবেত আলী বলেন, বাংলাবান্ধার জিরো পয়েন্টে অপর প্রান্তে ২৪ ঘণ্টাই ভারতীয় পতাকা উড়তে দেখা যায়। পঞ্চগড়বাসীর দাবি ছিলো বাংলাদেশের প্রান্তে ভারতের মতো একটি উঁচু পতাকা স্ট্যান্ড যেন স্থাপন করা হয়। সেখানে উড়বে আমাদের জাতীয় পতাকা, প্রাণের পতকা। সেই দাবির প্রস্তাবে স্থানীয় সরকার বিভাগ থেকে বিশেষ বরাদ্দ এনে কাজ শুরু করেছি। খুব শিগগিরই কাজ শেষে আমাদের জাতীয় পতাকা প্রাণের পতাকা সেখানে উড়বে। এটি বাংলাদেশের সর্ব্বোচ উঁচু পতাকা।

এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রেজাউল করিম শাহীন, পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নুরুজ্জামান দুলালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


সময়ের আলো/১৯ এপ্রিল, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ