সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

এবার আইপিএল থেকে নিষিদ্ধ হচ্ছেন জনপ্রিয় দুই ধারাভাষ্যকার

এবার আইপিএল থেকে নিষিদ্ধ হতে পারেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে ও সাইমন সাইমন ডুল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) থেকে এই নিষেদ্ধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।

ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে সমালোচনা করার কারণেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শুধু ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ গুলোতেই যেন এ দুজনকে ধারাভাষ্য দিতে না দেওয়া হয়, এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলেই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। আইপিএলের প্রথম ম্যাচের পরই এমন সমস্যার সূত্রপাত হয় বলে জানা গেছে।

আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে কেকেআরে এমন হারের পর অধিনায়ক অজিঙ্ক রাহানে পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন হার্ষা ও ডুলও।

ডূল বলেছিলেন, ‘স্টেডিয়ামের জন্য টাকা দেওয়ার পরও পছন্দমতো পিচ না পেলে ঘরের মাঠ বদল করে ফেলুক দল। খেলা নিয়ে মতামত দেওয়া কিউরেটরের কাজ নয়। তার জন্য তিনি টাকা পান না।’

এ বিষয়ে হার্ষা বলেছিলেন, ‘একটা দল ঘরের মাঠে খেললে, তাদের ঘরের মাঠের সুবিধা পাওয়া উচিত। কেকেআর বোলারদের জন্য পিচের কথা বলছে। ওদের সেই ধরনের পিচ পাওয়া উচিত। ইডেনের কিউরেটর পিচ পরিবর্তন করা সম্ভব নয় বলে জানিয়েছেন। এটা মেনে নেওয়া যায় না।’

এদিকে আইপিএলে পিচ কেমন হবে সে সম্পর্কে নির্দেশনা দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশনা মেনেই পিচ প্রস্তুত করে কিউরেটররা। পিচ প্রস্তুতকারীর সমালোচনা করে সংস্থাকেই অপমান করেছেন দুই ধারাভাষ্যকার, এমনটাই মনে করে সিএবি। এ কারণেই এ দুই ধারাভাষ্যকারকে ইডেনের ম্যাচে ধারাভাষ্য করতে না দেওয়ার প্রস্তাব দিয়েছে সিএবি।

সময়ের আলো ডেস্ক/ ২১ এপ্রিল, ২০২৫

আরও - খেলাধুলা সংবাদ