সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 23, 2025 9:02 pm

‘ব্লাড মুন’-এর রক্তিম আভায় মুগ্ধ বিশ্ব

হাজার বছরের মতো এবারও সেই রহস্যময় দৃশ্যে মুগ্ধ হলো বিশ্ব। রোববার রাতের আকাশে দেখা গেল এক মহাজাগতিক এক দৃশ্য। সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় চাঁদ এক অদ্ভুত গভীর লাল রঙ ধারণ করে।

এই পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার জন্য এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত ও চীনের মানুষ সবচেয়ে ভালো অবস্থানে ছিলেন। এছাড়াও পূর্ব আফ্রিকার কিছু অংশ এবং পশ্চিম অস্ট্রেলিয়া থেকেও এই দৃশ্য দেখা গেছে।

পূর্ণ চন্দ্রগ্রহণটি বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট থেকে মধ্যরাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। ইউরোপ এবং আফ্রিকার জ্যোতির্বিজ্ঞানপ্রেমীরাও চাঁদ ওঠার ঠিক পর পরই একটি সংক্ষিপ্ত আংশিক গ্রহণ দেখতে পান। তবে আমেরিকা মহাদেশের মানুষ এই দৃশ্য দেখতের পাননি।

উত্তর আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটির জ্যোতিঃপদার্থবিজ্ঞানী রায়ান মিলিগান জানান, চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল দেখায় কারণ, সূর্যের যে আলো চাঁদে পৌঁছায় তা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিফলিত এবং ছড়িয়ে পড়ে।

আলোর নীল তরঙ্গদৈর্ঘ্য লাল তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ছোট। তাই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় তা আরো সহজে ছড়িয়ে পড়ে। আর এই কারণেই চাঁদ তার লাল, রক্তিম রঙ ধারণ করে।

০৮ সেপ্টেম্বর ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - ভিন্ন খবর

আরও - আন্তর্জাতিক সংবাদ