-
Facebook
-
Twitter
-
Linkedin
টিকে থাকার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
চলমান এশিয়া কাপে বাংলাদেশের জন্য আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাঁচা-মরার এক ম্যাচ। জিতলে এশিয়া কাপে টিকে থাকার সম্ভাবনা জিইয়ে থাকবে টাইগারদের। আর হারলেই বাড়ির ফেরার টিকিট কাটবেন লিটন কুমার দাসরা। আর এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস।
এমনকি একাদশে আজ চার পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ সুযোগ পেয়েছেন। বেঞ্চ গরম করবেন তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও শেখ মেহেদী। অন্যদিকে কোনো পরিবর্তন নেই আফগানিস্তানের একাদশে।
বিশেষ করে চার স্পিনার নিয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। তার ওপর আবার অলরাউন্ডার থাকায় বোলিংয়ে বিকল্পের অভাব নেই আফগানিস্তানের। বোলিংকে দলের সবচেয়ে বড় শক্ত মনে করেন রাশিদ খান। বোলিংয়ের মধ্েয আবার স্পিন বোলিংকে এগিয়ে রাখছেন আফগান অধিনায়ক। একাদশেও আছে তার ছাপ। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একাদশে আছে চার স্পিনার।
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতলেও ফিরতি ম্যাচে শ্রীলংকার কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে টাইগাররা। কেননা আফগানদের সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটে বেশ এগিয়ে আজকের প্রতিপক্ষ। সঙ্গে আফগানদের আরো একটি ম্যাচ বাকি রয়েছে।
অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষে শ্রীলংকা। তাইতো আজ মঙ্গলবারে ম্যাচে জিতলেও বাংলাদেশের শেষ চার নিশ্চিত নয়। তাকিয়ে থাকতে হবে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচে। সেদিন রশিদ খানরা পরাজিত হলে লংকানদের সঙ্গে রানার্সআপ হয়ে শেষ চারে যাবেন লিটনরা।
বাংলাদেশের একাদশ- লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
আফগানিস্তানের একাদশ- সেদিকউল্লাহ অটল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জনাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, এএম গজনফার ও ফজলহক ফারুকি।
যাযাদি / ১৬ সেপ্টেম্বর ২০২৫