সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 23, 2025 9:00 pm

 আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে আবুধাবিতে রোমাঞ্চকর লড়াই শেষে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের দৌড়ে টিকে থাকল বাংলাদেশ। টাইগারদের জয়ের নায়ক ছিলেন মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে আফগানিস্তান শেষ পর্যন্ত ২০ ওভারে অলআউট হয়ে যায় ১৪৬ রানে। ম্যাচের মোড় ঘুরে যায় ১৯তম ওভারে, যখন মোস্তাফিজ পরপর দুই উইকেট তুলে বাংলাদেশকে নিশ্চিত জয়ের পথে এগিয়ে নেন। যদিও শেষ ওভারে তাসকিন আহমেদের খরুচে বোলিংয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল, তবুও শেষ পর্যন্ত হাসি ফুটেছে লাল-সবুজ শিবিরে।

মোস্তাফিজ-নাসুমের দারুণ বোলিং
পুরো ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করেন স্পিনার নাসুম আহমেদ। তিনি প্রথম ওভারেই উইকেট নিয়ে আফগানদের চাপে ফেলেন। পরের ওভারে ফের ইব্রাহিম জাদরানকে এলবিডব্লিউ করে ম্যাচে বাংলাদেশের দখল মজবুত করেন। মাত্র ১১ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাসুম। অন্যদিকে, মোস্তাফিজ ২৮ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন।

আফগান ব্যাটারদের ঝড়
মাঝপথে বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা ম্যাচে হঠাৎ উত্তেজনা ছড়ান আজমতউল্লাহ ওমরজাই। তিনি সাইফ হাসানের এক ওভার থেকে ২০ রান নিয়ে ম্যাচকে নতুন রূপ দেন। তবে ১৬ বলে ৩০ রান করে আউট হলে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। এরপর রশিদ খানও ২০ রানের ইনিংস খেলে কিছুটা আশা জাগান, কিন্তু মোস্তাফিজের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শেষ উইকেটে নুর আহমেদের ব্যাটে দুই ছক্কা এলেও বাংলাদেশ শেষ পর্যন্ত ৮ রানের জয় নিশ্চিত করে।

ব্যাট হাতে তানজিদ-সাইফের সূচনা
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে বাংলাদেশ। ইনিংসের শুরুতে তানজিদ তামিম (৫২) ও সাইফ হাসান (৩০) জুটি গড়ে ৬৩ রান তুলে দলকে শক্ত ভিত দেন। তবে মাঝ ও শেষের দিকে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় স্কোর বড় হয়নি। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ও নুর আহমেদ দুটি করে উইকেট নেন।

সুপার ফোরের সমীকরণ
‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা ইতোমধ্যে দুই ম্যাচে জিতে সুপার ফোর নিশ্চিত করেছে। বাংলাদেশ ২ ম্যাচে ১ জয় নিয়ে টিকে আছে লড়াইয়ে। আফগানিস্তানের বিপক্ষে জয় টাইগারদের আশা জিইয়ে রাখলেও শেষ ম্যাচের ফল নির্ধারণ করবে কারা যাবে পরবর্তী রাউন্ডে। আফগানিস্তান জিতলে নেট রান রেটের হিসাবে সমীকরণ জটিল হয়ে পড়বে।

১৭ সেপ্টেম্বর, ২০২৫

আরও - খেলাধুলা সংবাদ