-
Facebook
-
Twitter
-
Linkedin
সুপার ফোরে টাইগারদের খেলার সূচি
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বে দুটি জয় পেলেও বাংলাদেশের সুপার ফোরে ওঠা নির্ভর করছিল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তান ও শ্রীলংকা ম্যাচের ওপর। আর যেখানে টাইগারদের হতাশ করেনি লংকানরা। যেখানে আফগানদের স্বপ্নভঙ্গ করে বাংলাদেশকে নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে শ্রীলংকা।
আর ‘এ’ গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছিল ভারত ও পাকিস্তান। ফলে এবারের এশিয়া কাপের সুপার ফোরে জায়গা পাওয়া চার দল হলো—ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং বাংলাদেশ।
সুপার ফোরে প্রতিটি দল খেলবে অপর তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ। সে হিসাবে বাংলাদেশের সামনে রয়েছে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ। আর সুপার ফোরের ম্যাচগুলো শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ২৫ সেপ্টেম্বর। শিরোপা নির্ধরনী ফাইনাল ম্যাচটি হবে ২৮ সেপ্টেম্বর।
এক নজরে বাংলাদেশের সুপার ফোরের সূচি
২০ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলংকা দুবাই রাত সাড়ে ৮টা
২৪ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম ভারত দুবাই রাত সাড়ে ৮টা
২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম পাকিস্তান দুবাই রাত সাড়ে ৮টা
১৯ সেপ্টেম্বর, ২০২৫