-
Facebook
-
Twitter
-
Linkedin
সুন্নত পড়া অবস্থায় জামাত শুরু হলে কী করবেন
প্রশ্ন : কখনো কখনো মসজিদে জোহরের চার রাকাত সুন্নত পড়া অবস্থায় জামাত শুরু হয়ে যায়। এ ক্ষেত্রে চার রাকাত সুন্নত শেষ করে তারপর জামাতে শরিক হওয়া উচিত, নাকি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দ্রুত জামাতে শরিক হওয়া উচিত? -উবায়েদ, ঢাকা
উত্তর : প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে-পরে ১২ রাকাত সুন্নত নামাজ রয়েছে, যার গুরুত্ব অপরিসীম। শরীয়তের পরিভাষায় সুন্নত বলা হয়, ওই আদেশমূলক বিধানকে, যা ফরজ-ওয়াজিবের মতো অপরিহার্য না হলেও রাসুলুল্লাহ (সা.)-এর নিয়মিত আমল থেকে তা প্রমাণিত। (ফিকহুস সুন্নাহ, ১৬০)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সবার আগে যে আমলের হিসাব নেওয়া হবে, তা হল নামাজ। নামাজ ঠিক হলে সে পরিত্রাণ ও সফলতা লাভ করবে। নইলে (নামাজ ঠিক না হলে) ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে।সুতরাং (হিসাবের সময়) ফরজ নামাজে কোনও কমতি দেখা গেলে আল্লাহ তায়ালা ফেরেশতাদের বলবেন, ‘দেখ, আমার বান্দার কোনও নফল (নামাজ) আছে কি না।’ অতএব তার নফল নামাজ দ্বারা ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। তারপর অন্য আমলের হিসাব গ্রহণ করা হবে।’ (সুনানে আবু দাউদ, ৭৭০)
জোহরের আগে চার রাকাত সুন্নত পড়া অবস্থায় জামাত শুরু হয়ে গেলে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে জামাতে শরিক হয়ে যাওয়া নিয়ম। তবে যদি দুই রাকাত পড়ে ফেলার পরে তৃতীয় রাকাত শুরু করে দেয়, তাহলে চার রাকাত পূর্ণ করে তারপর জামাতে শরিক হতে হবে। আর এ ক্ষেত্রে ছোট ছোট সুরা দ্বারা দ্রুত নামাজ সমাপ্ত করা ভালো।
জামাতের আগে সুন্নত পড়ার সময় আছে কিনা তা দেখে নামাজে দাঁড়ানো উচিত। কেননা জামাতের কাতারে দাঁড়িয়ে কিংবা কাছাকাছি সুন্নত বা নফল পড়াটাও মাকরুহ। (আলমুহিতুল বুরহানি : ২/২৪৫; বাদায়েউস সানায়ে : ১/৬৪১; রদ্দুল মুহতার : ২/৫৩)
ইসলাম ডেস্ক/সময়ের আলো/২ অক্টোবর, ২০২৫