সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 23, 2025 9:00 pm

মাদ্রাসা ক্রিকেট চালু করতে যাচ্ছে বিসিবি

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীতে আয়োজিত ‘সেলিব্রেশন নাইট’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান- এবার মাদ্রাসা শিক্ষার্থীদের ক্রিকেটের মূলধারায় আনার উদ্যোগ নিচ্ছে। স্কুল পর্যায়ে দীর্ঘদিন ধরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পর এবার আলাদা করে ‘মাদ্রাসা ক্রিকেট’ চালুর চিন্তাভাবনা করছে বোর্ড। তিনি বলেন, ‘এখনও বিস্তারিত আলোচনা হয়নি, তবে পরিকল্পনা করছি, কীভাবে এটি বাস্তবায়ন করা যায়। ছোট ফরম্যাটে আয়োজনের চেষ্টা করছি।’

মাদ্রাসা ক্রিকেট চালুর পেছনে কারণ ব্যাখ্যা করে বিসিবি সভাপতি বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র পড়াশোনা করে। তাদের অনেকেই ক্রিকেটপ্রেমী। আমরা চাই, তাদেরও ক্রিকেটের সঙ্গে যুক্ত করতে। এদের মধ্যে থেকেও হয়তো প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।’

বিসিবির এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রিকেটে নতুন প্রতিভার উৎস হিসেবে মাদ্রাসাগুলোও যুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষকেরা। বুলবুল আরও বলেন, বিসিবি এখন দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ক্রিকেটের অন্তর্ভুক্ত করতে চায়। তার ভাষায়, ‘আমরা চাই সবাই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকুক- যে যেখানেই পড়ুক বা কাজ করুক না কেন।’

৮ অক্টোবর, ২০২৫

আরও - খেলাধুলা সংবাদ