-
Facebook
-
Twitter
-
Linkedin
মিয়ানমারে বৌদ্ধ উৎসবে বোমা হামলায় নিহত ৪০
মিয়ানমারের মধ্যাঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক ধর্মীয় উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার (৮ অক্টোবর) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব চলছিল। সেখানে শত শত মানুষ ধর্মীয় অনুষ্ঠান ও জান্তা-বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। ঠিক সেই সময় আকাশ থেকে সামরিক বাহিনী দুটি বোমা ফেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটায়।
অনুষ্ঠান আয়োজক কমিটির এক নারী সদস্য জানান, বোমার আঘাতে বহু মানুষের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ‘শিশুদের লাশের অংশ আমরা মঙ্গলবার সকাল পর্যন্ত সংগ্রহ করছিলাম,’ বলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মোটরচালিত প্যারাগ্লাইডার উৎসবস্থলের ওপর দিয়ে উড়ে গিয়ে বোমা নিক্ষেপ করে। এ সময় আতঙ্কিত মানুষ দৌড়ে পালাতে শুরু করে। তবুও অনেকে আর প্রাণে বাঁচতে পারেননি।
অন্য এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমার দুই সহযোদ্ধা আমার সামনেই মারা যায়। আরও অনেকের মৃত্যু হয় মুহূর্তের মধ্যেই।’ তিনি নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন বলেও জানান।
মিয়ানমারের জান্তা বাহিনী ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলো ও জাতিগত বিদ্রোহীরা একত্র হয়ে সামরিক সরকারের বিরুদ্ধে লড়ছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমও বোমা হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত এই ঘটনায় জান্তা সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জান্তা সরকার দাবি করছে, এই নির্বাচন ‘জাতীয় পুনর্মিলনের’ পথ খুলে দেবে। তবে জাতিসংঘের এক বিশেষজ্ঞ একে ‘ভুয়া নির্বাচন’ বলে মন্তব্য করেছেন। বিদ্রোহী গোষ্ঠীগুলোও ইতোমধ্যে এই নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়েছে।
৮ অক্টোবর, ২০২৫