সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 23, 2025 9:02 pm

'লোবুচে ইস্ট' পর্বতশৃঙ্গে ৪ বাংলাদেশি

স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা দিতে নেপালে অবস্থিত ৬ হাজারি ‘লোবুচে ইস্ট’ শিখরে আরোহণ করেছেন ৪ বাংলাদেশি।

গত বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ওই চার পর্বতারোহী লোবুচে ইস্ট পিকের শিখর স্পর্শ করেন। নেপালে অবস্থিত ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার এ পর্বতে সফল অভিযান চালান আবরারুল আমিন অর্ণব, ডা. মো. সাইফুল ইসলাম, সৈয়দা তানজিনা রহমান শান্তা ও রিজভী আহমেদ সুপ্ত।

পর্বতারোহণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘রোপফোর আউটডোর এডুকেশন’ সূত্রে জানা গেছে, এ অভিযানের উদ্দেশ্য ছিল লোবুচে ইস্ট পিক চূড়ায় আরোহণ করা, যা নেপালের সর্বাধিক পরিচিত পর্বতগুলোর একটি। লক্ষ্য ছিল স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জনসচেতনতা তৈরি করা।

এর আগে, চলতি মাসের ১৪ অক্টোবর ঢাকা থেকে পর্বতারোহী দলটি নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১৫ অক্টোবর কাঠমান্ডু থেকে লুকলা ফ্লাইটে গিয়ে তারা ট্রেকিং শুরু করেন। প্রথমে ফাকদিন হয়ে শেরপাদের রাজধানী নামচে বাজার পৌঁছান এবং একদিন অতিরিক্ত উচ্চতায় মানিয়ে নেওয়ার জন্য বিশ্রাম নেন। পরবর্তীতে তারা প্যাংবোচে, ডিংবোচে হয়ে লোবুচে পিকের হাই ক্যাম্পে পৌঁছান। হাই ক্যাম্প থেকে দলটি রাত ১টা ৪২ মিনিটে যাত্রা শুরু করে।

এ অভিযানের মধ্যে, দলের সদস্যরা ডিংবোচে নাগারজুন পর্বত (৫০০০+ মিটার) সামিট করে উচ্চতার সঙ্গে মানিয়ে নেন। এরপর ২২ অক্টোবর সকাল ৮টা ৩২ মিনিটে তারা লোবুচে পিকের শিখরে পৌঁছে বাংলাদেশের পতাকা তুলে ধরেন।

দলের সদস্য ডা. মো. সাইফুল ইসলাম বলেন, একজন চিকিৎসক হিসেবে প্রতিদিন হাসপাতালের চাপ ও দায়িত্ব থাকে। কিন্তু হিমালয়ে অভিযানে অংশ নিয়ে আমি নতুন শক্তি, মনোবল ও মানসিক প্রশান্তি পেয়েছি। পাহাড়ের মাঝে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য আমাকে জীবনের মুহূর্তগুলোর মূল্য বুঝিয়েছে। এই অভিযান শিখিয়েছে—নিজের শারীরিক ও মানসিক সুস্থতা পেশাগত জীবনের জন্যও জরুরি।

অভিযানের পরিকল্পনাকারী ডা. কানেতা বলেন, আমাদের এই যাত্রা কেবল একটি শিখর জয়ের গল্প নয়। প্রতিটি পদক্ষেপে আমরা জানাতে চেয়েছি, স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই একা নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। আমরা বিশ্বাস করি, সচেতনতা আর ঐক্যের শক্তিতেই হাজারো নারীকে নতুন জীবনের আশা দেওয়া যাবে।

প্রসঙ্গত, ‘রোপফোর আউটডোর এডুকেশন’ একটি অলাভজনক যুব উন্নয়ন প্রতিষ্ঠান, যা তরুণদের পর্বতারোহণের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অনুপ্রাণিত করে। এর প্রতিষ্ঠাতা মারুফা হক ও মহিউদ্দিন মাহি যুব উন্নয়নে এ পথচলায় অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতে আরও অভিযানের জন্য সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

সময়ের আলো/২৪ অক্টোবর ২০২৫

আরও - আন্তর্জাতিক সংবাদ