-
Facebook
-
Twitter
-
Linkedin
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ৫০তম ড. ইউনূস
প্রতি বছরের মতো ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’। এই তালিকায় এবছর ৫০তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ শিরোনামে এ তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় তাকে ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বছরের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।
শীর্ষ দশের তালিকায় এরপরই যথাক্রমে রয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি (৪র্থ), জর্ডানের বাদশাহ এইচএম আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন (৫ম), আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব (৬ষ্ঠ), তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান (৭ম), সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ (৮ম), সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান (৯ম) এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (১০ম)।
শীর্ষ ৫০ জনের তালিকায় আরও স্থান পেয়েছেন ইরাকের আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসেইন আল-সিস্তানি (১১তম), এইচ এম মুহাম্মদ (ষষ্ঠ মোহাম্মদ), মরক্কোর রাজা (১২তম)। শেখ সালমান আল-আওদা স্কলার ও শিক্ষাবিদ, সৌদি আরব (১৩তম) সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (১৪তম), ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো (১৫তম), ভারতের মাওলানা মাহমুদ মাদানী (১৬তম)।
এছাড়াও শীর্ষ ৫০ এর তালিকায় আছেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, যুক্তরাষ্ট্রের শেখ হামজা ইউসুফ হ্যানসন, বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে, পাকিস্তানের মাওলানা তারিক জামীল, যুক্তরাজ্যের স্কলার ড. টিমোথি উইন্টার (শেখ আবদাল হাকিম মুরাদ), মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ, তালিবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং মালয়েশীয় মুসলিম দার্শনিক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ নাকীব আল-আত্তাস।
এবারের তালিকায় ৫০তম স্থানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী উল্লেখের পাশাপাশি বলা হয়েছে, ড. ইউনূস ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।
শীর্ষ ৫০ ছাড়াও ‘দ্য ৪৫০ লিস্ট’ ক্যাটাগরিতে আরও দু’জন বাংলাদেশি নারী তাদের বিশেষ অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন।
তারা হলেন- ড. হামিদা হোসেন। তিনি ‘সামাজিক সমস্যা’ বিভাগে তালিকাভুক্ত হয়েছেন। ড. হামিদা হোসেন একজন মানবাধিকারকর্মী এবং আইন ও সালিশ কেন্দ্র (এএসকে)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচিত।
অন্যজন রাজিয়া সুলতানা। তাকেও ‘সামাজিক সমস্যা’ বিভাগে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজিয়া সুলতানা একজন আইনজীবী এবং মানবাধিকারকর্মী, যিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার রক্ষায়, বিশেষ করে রোহিঙ্গা নারীদের ওপর যৌন সহিংসতার ঘটনাগুলো নথিভুক্ত ও প্রকাশ করার জন্য বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন। তিনি ‘ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন’ (এফআরসি)-এর একজন সমন্বয়ক।
উল্লেখ্য, ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ ২০০৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের এই তালিকা প্রকাশ করে আসছে।
সময়ের আলো ডেস্ক/২ নভেম্বর, ২০২৫