সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 23, 2025 9:02 pm

আজিজুলের সেঞ্চুরিতে বাংলাদেশের জয়

আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে জয় পেল বাংলাদেশ। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়ে আজিজুল হাকিম তামিমের দল। আজ সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জেতালেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ২ উইকেটের এই জয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান করে আফগানিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে আজিজুল হাকিমের ১১৮ বলের ১১টি চার আর ৩টি ছক্কায় সাজানো ১০০ রানের ইনিংসে ভর করে ২৫ বল আগেই ২ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আরও - খেলাধুলা সংবাদ