সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 23, 2025 9:02 pm

নতুন বেতনের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। আইএমএফের সঙ্গে আমার চূড়ান্ত কথা হবে ১৫ তারিখে।

রোববার (৯ নভেম্বর) তিনি সাংবাদিকদের এ কথা জানান। সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আইএমএফের সঙ্গে জুমে কথা বলা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফের সঙ্গে আমার জুমে কথা হয়েছে। ওরা বলেছে তোমাদের সার্বিক অর্থনীতি নিয়ে আমরা অত্যন্ত হ্যাপি। আইএমএফ রিকমেন্ডেশন দিয়েছে, আমাদের রাজস্ব আয় হবে এ কথা বলেছে তারা। সেটা আমি স্বীকার করেছি, ট্যাক্স-জিডিপি রেশিও লো। সেটার অনেক কারণ আছে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না। আবার এনবিআর বন্ধ ছিল দুই মাস।’


সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা চেষ্টা করছি। দ্বিতীয় আইএমএফের আরেকটা ফাইন্ডিং আছে সামাজিক সুরক্ষার জন্য আরও বেশি ব্যয় করা। বিশেষ করে স্বাস্থ্য,শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং খাদ্য। খাদ্য নিয়ে আমরা মোটামুটি ভালো করছি।

এদিকে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনি প্রার্থী ঘোষণা শুরু করেছে। অনেক নেতাকর্মী চালাচ্ছেন প্রচারণা। পে স্কেল নিয়ে দীর্ঘদিন থেকেই আলোচনা চলছে। এর মধ্যে অর্থ উপদেষ্টা জানালেন নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে। এর ফলে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে।


/ইউএমএইচ
সময়ের আলো ডেস্ক/ ৯ নভেম্বর, ২০২৫

আরও - জেলা সংবাদ