-
Facebook
-
Twitter
-
Linkedin
বাংলাদেশের ২৮৯ রানের লিড
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম টেস্টে চা বিরতির সময় টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ৫৭৫ রান। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের শেষেও ব্যাট হাতে আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত লিড ২৮৯ রানের, ক্রিজে আছেন হাসান মুরাদ (১২*) ও হাসান মাহমুদ (১০*)।
এক ঐতিহাসিক পরিসংখ্যান যোগ হয়েছে এ ম্যাচে- বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো শুরুর চার ব্যাটারই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। এখন পর্যন্ত পাঁচজন ব্যাটার অর্ধশতকের গণ্ডি পেরিয়েছেন, অন্য একজন ফিফটি করলে নতুন রেকর্ড গড়বে টাইগাররা।
দিনের দ্বিতীয় সেশনে আরও তিনটি উইকেট হারায় স্বাগতিকরা। সকালে আগ্রাসী ব্যাটিংয়ে লিটন দাস ৬০ রান করে সাজঘরে ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে মিরাজ মিলে জুটি গড়লেও তা বড় হয়নি।
অসাধারণ ফর্মে থাকা শান্ত ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নেন। চলতি ক্যালেন্ডার বছরে এটি তার তৃতীয় টেস্ট শতক। অন্যদিকে মিরাজ করেন ১৭ রান। আয়ারল্যান্ডের বোলার ম্যাথু হামফ্রেস ছিলেন সবচেয়ে সফল- তিনি একাই তুলে নিয়েছেন ৪টি উইকেট।
এই ইনিংসেই দেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা ৫৬০ রান পেরিয়ে গেছে টাইগাররা। টেস্ট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এখনও ৬৩৮, যা ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছিল।