-
Facebook
-
Twitter
-
Linkedin
ভারতকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
ভারতকে হারিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে জয় পেল বাংলাদেশ।
এই জয়ে অবসান হলো ২২ বছরের অপেক্ষার। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।
এরপর আর তাদের হারাতে পারেনি। আজ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারালেন হামজা-মোরসালিনরা। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেন শেখ মোরসালিন। সেই একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল। প্রথমার্ধে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। শেষ মুহূর্তের গোলে বারবারই আশাভঙ্গের বেদনা সওয়া বাংলাদেশ আজ দাঁতে দাঁত চেপে শেষ কয়েকটা মিনিট পার করেছে। দ্বিতীয়ার্ধে ভারত একের পর এক আক্রমণ করলেও দৃঢ়তার সঙ্গে সে সব সামাল দিয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জয়ের দেখা পেল পাঁচ ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
৮৩ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতের পেছনের দিকে লেগেছিল বল। বাংলাদেশের খেলোয়াড়দের পেনাল্টির দাবিতে কান দেননি রেফারি।
চলতি বাছাইয়ে জয়হীন থাকার তীব্র হতাশা ছিল, সে হতাশার বৃত্ত থেকেও বেরিয়ে এলো দল। অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়ার হাহাকারও ঘুঁচল, খেলার সুযোগ না পেলেও বেঞ্চে বসে ভারতের বিপক্ষে তিনি আস্বাদন করলেন প্রথম জয়ের অনির্বচনীয় স্বাদ।
১৮ নভেম্বর, ২০২৫