-
Facebook
-
Twitter
-
Linkedin
শাহ আমানতের রানওয়েতে শিয়াল
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়াল এসে পড়ায় ইউএস-বাংলার একটি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব হয়েছে। ঢাকাগামী এই ফ্লাইটটি প্রায় ২৬ মিনিট রানওয়েতেই আটকে ছিল।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিল বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাওয়ার জন্য ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল ইউএস-বাংলার ফ্লাইট। উড্ডয়ন শুরুর আগ মুহূর্তে রানওয়েতে একটি শিয়াল চলে আসে।
বিষয়টি অবহিত হওয়ার পর পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে এসে শিয়ালটিকে ধাওয়া করে। এরপর শিয়ালটি রানওয়ে থেকে চলে যায়। পরে ফ্লাইটটি ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে নিরাপদে ঢাকায় পৌঁছে।
নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরীক্ষা করা হয় জানিয়ে ইব্রাহিম খলিল বলেন, রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপ আছে। তাই মাঝে মাঝে বন্য শিয়াল সাপ বা কুকুর এসে পড়ে। তবে তা কখনো বড় ধরনের সমস্যা তৈরি করেনি।
বিমানবন্দর সূত্র জানায়, ইউএস বাংলার ফ্লাইটটি বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের কথা ছিল। কিন্তু ১১ টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়ন শুরুর পরপরই রানওয়েতে কুকুর চলে আসে। বিষয়টি পরিদর্শক দলের নজরে আসে। বিমানটির পাইলটও বিষয়টি বুঝতে পেরে ফ্লাইটটির উড্ডয়ন বন্ধ রাখে।
তবে রানওয়ে থেকে শিয়ালটি চলে যাওয়ার পর ফ্লাইটটি উড্ডয়ন সম্পন্ন করে। নিরাপদেই শাহজালালে অবতরণ করেছে।
১৯ নভেম্বর, ২০২৫