সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

যমুনা ফিউচার পার্কে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকালে ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪টি আর্ট স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফিউচার ওয়ার্ল্ডের বিভিন্ন রাইড উপভোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- যমুনা বিল্ডার্সের ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) মিলন মন্ডল, ডেপুটি ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) রুমানা শারমিন, সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) কাজী রোকসানা মিলি, এক্সিকিউটিভ কৌশিক হাসান প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগীদের মধ্য থেকে তিনটি ক্যাটাগরিতে মোট ৯ জনকে পুরস্কার ও বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সব প্রতিযোগীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় আর্ট স্কুলগুলোর শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মা-বাবারা উপস্থিত ছিলেন।

যুগান্তর/ ২১ ফেব্রুয়ারি ২০২৫

আরও - বিনোদন সংবাদ