সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

স্টার্ক ম্যাজিকে সুপার ওভারে জিতল দিল্লি

চলতি আইপিএলে প্রথম সুপার ওভার খেলা হল ৩২তম ম্যাচে। যে ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচে সুপার ওভারে খেলা গড়ায় মিচেল স্টার্কের জন্য। তিনিই দিল্লির নিশ্চিত হারকে বদলে দেন জয়ে।

শেষ ওভারে রাজস্থান রয়্যালসের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৯ রান। কোটলায় উপস্থিত দিল্লি ক্যাপিটালসের সমর্থকেরা ধরেই নিয়েছিলেন, এই ম্যাচ হারতে চলেছেন অক্ষর প্যাটেলরা। কিন্তু মিচেল স্টার্কের হাতে যতক্ষণ বল, ততক্ষণ আশ। শেষ ওভারে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারের হাতে বল তুলে দিয়েছিলেন দিল্লির অধিনায়ক অক্ষর। আর ২০তম ওভারে বল করতে এসে ম্যাচের মোড় একাই দায়িত্ব ঘুরিয়ে দিলেন স্টার্ক। তিনি এই ওভারে কোনও বড় শট হতে দেননি। প্রথম পাঁচ বলে রান হয়েছে যথাক্রমে ১-১-২-২-১। অর্থাৎ সাত রান। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল আর ২ রান। এর পরেই রয়েছে আসল টুইস্ট।

ওভারের শেষ বলটি ইয়ার্কার করেন স্টার্ক। ধ্রুব জুরেল ডিপ মিড উইকেটে বলটি ঠেলে দেন। তবে ফিল্ডার বলটি ধরে সঙ্গে সঙ্গে ছুঁড়ে দেন উইকেটকিপার কেএল রাহুলের কাছে। তখন জুরেল এবং শিমরন হেতমায়ের ২ রান পূর্ণ করছিলেন। কিন্তু রাহুল বলটি ধরেই সঙ্গে সঙ্গে স্টাম্প ভেঙে দেন। তখনও জুরেল দ্বিতীয় রান পূর্ণ করতে পারেননি। ছিলেন ক্রিজের বাইরে। রান-আউট হয়ে যান তিনি। এই লাস্ট বলে রাজস্থানের এক রান হয়। সেই সঙ্গে ম্যাচটি ড্র হয়ে যায়। খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে দিল্লি ক্যাপিটালসের হয়ে ফের বল করতে আসেন মিচেল স্টার্ক। ব্যাট করতে নামেন শিমরন হেতমায়ের এবং রিয়ান পরাগ। এই ওভারেও মিচেল স্টার্ক পুরো মেপে বল করেন। প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলে চার হাঁকান হেতমায়ের। তৃতীয় বলে হয় এক রান, পঞ্চম বলটি নো হয়েছিল, এবং সেই বলে চারও হয়েছিল। তাই ৫ রান পায় রাজস্থান। তবে চতুর্থ এবং পঞ্চম বলে ২টি রানআউট হয়। স্বাভাবিক ভাবেই সুপার ওভারে ২ উইকেট হারিয়ে ১১ রান করে রাজস্থান রয়্যালস।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস সহজেই সেই রান তুলে নেয়। ত্রিস্তান স্টাবস এবং কেএল রাহুল ব্যাট করতে নেমেছিলেন। রাহুল প্রথম বলে ২ রান নেন। দ্বিতীয় বলে হাঁকান চার। তৃতীয় বলে ১ রান হয়। চতুর্থ বলে ছক্কা মেরে খেলা শেষ করেন ত্রিস্তান স্টাবস। প্রায় হারতে বসা ম্যাচ জিতে যায় দিল্লি ক্যাপিটালস।

আর দিল্লির এই জয়ের নায়ক নিঃসন্দেহে মিচেল স্টার্ক। এদিন টস হেরে দিল্লি প্রথমে ব্যাট করে ১৮৮ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে রাজস্থানও ১৮৮ করে। পরে সুপার ওভারে ম্যাচের ফয়সলা হয়। এটি ছিল ২০২৫ আইপিএলের প্রথম সুপার ওভার। সব মিলিয়ে এটি ছিল আইপিএলের ১৫তম সুপার ওভার। এবং প্রায় চার বছরের মধ্যে আইপিএলে প্রথম সুপার ওভার খেলা হল। রাজস্থান রয়্যালসের জন্য এটি চতুর্থ এবং দিল্লি ক্যাপিটালসের জন্য এটি পঞ্চম সুপার ওভার।

সময়ের আলো ডেস্ক/১৭ এপ্রিল ২০২৫

আরও - খেলাধুলা সংবাদ