সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।

তিনি জানান, বুধবার নগরীর তালায়মারি শহীদ মিনার এলাকায় প্রধান আসামি নান্টু ও তার সহযোগীরা মিলে এসএসসি পরীক্ষার্থীর বাবা আকরাম হোসেনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর বৃহস্পতিবার বোয়ালিয়া থানায় মামলা করেন নিহতের পরিবার। মামলায় প্রধান আসামি নান্টুসহ বিশাল, তাসিন, খোকন, অমি, শিশিরকে আসামি করা হয়েছে।

র‌্যাব অধিনায়ক আরও জানান, ‘মামলার পর থেকে র‌্যাবের একটি দল আসামিদের গ্রেপ্তারে মাঠে অভিযান পরিচালনা শুরু করে। এরই অংশ হিসেবে শুক্রবার রাত ৮টার নওগাঁ সদর এলাকার আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নান্টু এবং তার সহযোগি তিন নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সেখানে একজন ভ্যান চালকের বাসায় আশ্রয় নেয়। তার ভ্যানেই তারা সেখানে পালিয়ে যায়।’

মাসুদ পারভেজ বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
গত বুধবার রাতে রাজশাহীর তালাইমারী শহীদ মিনার এলাকায় আকরাম আলী (৫২) ও তাঁর ছেলে ইমাম হাসান হামলার শিকার হন। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাদের ওপর এ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় আকরামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে তিনি মারা যান। আকরাম ছিলেন পেশাদার বাসচালক ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে হাসান ইমাম অনন্ত বৃহস্পতিবার দুপুরে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

যাযাদি/ এসএম/ ১৯ এপ্রিল ২০২৫

আরও - জেলা সংবাদ