সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

রিকশাচালকের ছেলে চান্স পেল বিকেএসপিতে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের রয়েল ফুটবল একাডেমির কৃতি খেলোয়াড় আরিফুল ইসলাম আরিফ পেয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (BKSP) প্রশিক্ষণের সুযোগ।

আরিফ স্থানীয় এক রিকশাচালক এনতাজ আলীর ছেলে। সমাজের নানা প্রতিকূলতা পেছনে ফেলে একনিষ্ঠ পরিশ্রম ও ফুটবলের প্রতি ভালোবাসার মাধ্যমে সে অর্জন করেছে এই অসামান্য সাফল্য।

তুষভান্ডার রয়েল ফুটবল একাডেমির কোচ ও কর্মকর্তারা জানান, আরিফ ছোটবেলা থেকেই ফুটবলে পারদর্শী ছিল এবং নিয়মিত প্রশিক্ষণে অংশ নিয়ে নিজের দক্ষতা উন্নত করেছে। তার এই অর্জনে একাডেমি জুড়ে এখন উৎসবের আমেজ।

আরিফের বাবা এনতাজ আলী বলেন, “ছেলের এই সাফল্যে আমি অনেক খুশি। গরিবের ঘরে জন্ম নিলেও ওর স্বপ্ন যেন থেমে না যায়, সেই দোয়া করি।”

স্থানীয়রা মনে করেন, আরিফের এই অর্জন তুষভান্ডারের সম্ভাবনাময় খেলোয়াড়দের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।

যাযাদি/০৩ মে ২০২৫

আরও - জেলা সংবাদ

আরও - খেলাধুলা সংবাদ

আরও - খেলাধুলা সংবাদ