সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ে বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অর্থাৎ তৃতীয় ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এর মধ্যেই শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১টা ৭ মিনিটে। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন ভারতের মাওলানা সা’দ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

সা’দ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, রোববার ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, তার বয়ানের বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।

রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করবেন, যার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হওয়ার পরই বেলা ১২টা ৩৭ মিনিটে বিশ্ব ইজতেমার আখেরী মোনাজত শুরু হয়। ৩০ মিনিট ধরে চলা মোনাজাত শেষ হয় ১টা ৭ মিনিটে।


এদিকে চোখের জলে সৃষ্টি কর্তার সান্নিধ্যে লাভ, পাপ মুক্তি, সুস্থতা কামনা সহ বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ্র কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাত শেষ আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ। আর এর মাধ্যমেই শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

আরও - জাতীয় সংবাদ

আরও - ইসলাম সংবাদ