সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

বিয়ের দাওয়াতে গিয়ে গাড়ি খাদে, প্রাণ গেল যুবকের

বান্দরবানের আলীকদম উপজেলায় বিয়ে দাওয়াতে যাওয়া পথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় থংয়া ম্রো (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন এ ঘটনায়।

শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার কলারঝিরি এলাকার জমিরাম পাড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার মাংগু পাড়ার বাসিন্দারা একটি বিয়ের দাওয়াতে যোগ দিতে জীপগাড়ি (চাঁদের গাড়ি) করে আলীকদম কলারঝিরি যাচ্ছিলেন। গাড়িটিতে থাকা সবাই ম্রো সম্প্রদায়ের এবং একই পাড়ার বাসিন্দা।

গন্তব্যে পৌঁছার আগে জমিরাম পাড়ার পাশে চালক নিয়ন্ত্রণ হারালে জীপগাড়িটি প্রায় ৫০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই থংয়া ম্রো নামে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, জীপগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা।

সময়ের আলো/এএইচ
১৬ মে, ২০২৫

আরও - জেলা সংবাদ